বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পুকুরপাড়ে বসা’ নিয়ে তর্ক, যুবককে ছুরিকাঘাত

  •    
  • ১৪ মে, ২০২২ ১০:১১

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় সজিবের বাবা আলমগীরকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।’

বাগেরহাটের রামপালে ছুরিকাঘাতে এক যুবককে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ।

উপজেলা সদরের ঝনঝনিয়া গ্রামের একটি পুকুরপাড়ে বসা নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ২২ বছরের যুবকের নাম মো. ওবায়দুল্লাহ। তিনি উপজেলার গাববুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামের একটি পুকুরের পাড়ে বসাকে কেন্দ্র করে ওবায়দুল্লাহ ও সজিবের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন সজিব। এ সময় সজিবের বাবাসহ আরও কয়েকজন ঘটনাস্থলে ছিলেন।

পরে ওবায়দুল্লাহকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় রাতে ২০ বছর বয়সী অভিযুক্ত সজিবের বাবা একই গ্রামের আলমগীরকে আটক করেছে পুলিশ।

ওসি বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় সজিবের বাবা আলমগীরকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’ এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর