ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি হওয়ার পর কলেজের হলগুলোতে পদ প্রত্যাশীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার কমিটি ঘোষণার পর থেকেই যারা পদ পাননি এবং পদ পেয়েছেন, কিন্তু প্রত্যাশিত পাননি, তাদের একটি অংশ সন্ধ্যার পর থেকেই বিক্ষোভ শুরু করে।
কলেজ ক্যাম্পাসে প্রিন্সিপাল, হল টিউটররা অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। প্রধান ফটকের সামনে জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থানও নিয়েছে পুলিশ।
রাত ১২টার দিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, 'ছাত্রলীগের কমিটি হওয়ার পর পদবঞ্চিত ও যারা প্রত্যাশিত পদ পাননি, তারা বিক্ষোভ করছে। তবে বড় কিছু নয়।'
লালবাগ জোনের একজন কর্মকর্তা বলেন, 'কলেজের স্যাররা ভেতরে আছেন। কমিটিতে জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে সমস্যা। স্যাররা সমাধানের চেষ্টা করছেন।'