রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় স্মৃতিধারা আবাসিক এলাকার একটি বাসার ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আল-আমিন হোসেন রাজু নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি তেজগাঁও পলিটেকনিক কলেজে তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাজুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই সিফাত হাসান বলেন, ‘শনির আখড়ার স্মৃতিধারা আবাসিক এলাকার ২ নম্বর রোডের একটি ৬ তলা ভবন থেকে রাজু নিচে পড়ে যায়। তার গ্রামের বাড়ি চাঁদপুর। বাবার নাম মো. জামাল মিয়া।’
তবে নিহত রাজু কিভাবে ছাদ থেকে পড়ে গেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।