রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশ হেফাজতে মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। ইয়াবাসহ আটকের পর অসুস্থ হলে হাসপাতালের নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রায়েরবাজার বেড়িবাঁধ এলাকা থেকে মিজানুরকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।
পুলিশের দাবি, মিজানুর রহমানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রাতে অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুরের ভাই মজিবর রহমান নিউজবাংলাকে বলেন, ‘রাত ৩টার দিকে আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। তাকে আটক করে থানায় নেয়ার পর ঘামতে শুরু করে। তখন অসুস্থ বোধ করায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। ওখানে ডাক্তার বলেছে, তাকে নিয়ে যাওয়ার আগেই মারা গেছে।’
মিজানুরকে আটক করেন হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুর রহমান। কী অভিযোগে এবং কতগুলো ইয়াবাসহ তাকে আটক করা হয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের সিনিয়র স্যাররা জানেন। তারা বলতে পারবেন।’
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘হাজারীবাগে আমাদের চেকপোস্ট চলছিল। চেকপোস্টে মিজানুর রহমানকে দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, যার অধিকাংশ মাদকের।
‘আটক করে থানায় নিয়ে আসার পথে তিনি অসুস্থ্যবোধ করার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’