বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুন হওয়া রকিবুল বীর মুক্তিযোদ্ধা অলিয়ার হত্যার আসামি

  •    
  • ১৩ মে, ২০২২ ২১:৫১

অভয়নগর থানার পরিদর্শক মিলন কুমার মণ্ডল বলেন, ‘রকিবুলকে দুর্বৃত্তরা কী কারণে গুলি করেছে, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোল্যা অলিয়ার রহমান হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মামলা রয়েছে।’

যশোরের অভয়নগরে ব্যবসায়ী খন্দকার রকিবুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

অভয়নগর থানার পরিদর্শক মিলন কুমার মণ্ডল জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘রকিবুলের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। রাতেই হত্যা মামলা করবেন তারা। দুর্বৃত্তরা কী কারণে তাকে গুলি করেছে, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

‘তবে তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোল্যা অলিয়ার রহমান হত্যা মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মামলা রয়েছে।’

বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভয়নগরের দত্তগাতী প্রাইমারি স্কুলের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন খন্দকার রকিবুল ইসলাম। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রী পেয়ারী বেগম বর্ষাও।

৩৫ বছর বয়সী রকিবুল ইসলামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামে।

কাঠ ব্যবসায়ী রকিবুল ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ছিলেন। দলীয় কোনো পদে না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম বলেন, ‘রকিবুল ও আমি মোটরসাইকেলে অভয়নগরের দত্তগাতী এলাকায় ঘুরতে গিয়েছিলাম। এ সময় কয়েকজন আমাদের গতি রোধ করে রকিবুলের মাথায় ও বুকে গুলি করে পালিয়ে গেছে। তখন আমার গায়েও গুলি লেগেছে।’

তিনি বলেন, ‘রকিবুলকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, আলকা চরপুকুর এলাকার আনোয়ার শেখের মেয়ে পেয়ারী বেগম বর্ষার সঙ্গে এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল রকিবুলের। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রকিবুল যশোর জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বাড়ি খুলনার ফুলতলায় হলেও যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী, দামুখালী, ভবদহ ও কপালিয়া এলাকায় তার একচ্ছত্র আধিপত্য ছিল।

আধিপত্য বিস্তার বা কোনো আর্থিক লেনদেনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

ফুলতলা বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্য মাকিদ বলেন, ‘খন্দকার রকিবুল চিহ্নিত সন্ত্রাসী এটা সবাই জানে। এ বাজারেও তিনি চাঁদাবাজিতে জড়িত আছেন।’

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে ফুলতলা থানা পুলিশ রকিবুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে তাকে উপজেলার সরকারি গোরস্থানে দাফন করা হয়।’

তিনি বলেন, ‘এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হবে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।’

এ বিভাগের আরো খবর