বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুরোনো বোতলের সয়াবিন নতুন দামে বিক্রি, জরিমানা

  •    
  • ১৩ মে, ২০২২ ২০:০০

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা নিশাত মেহের বলেন, ‘তেল কম পরিমাণ মজুত ছিল ঠিকই। তবে বোতলের গায়ের দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল। এটা অপরাধ। এ জন্যই তাকে জরিমানার আওতায় আনা হয়েছে।’

ময়মনসিংহে মজুত করা পুরোনো বোতলের সয়াবিন তেল নতুন দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নগরীর মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পালের দোকানে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বড় বাজার, ছোট বাজার ও মেছুয়া বাজারে অভিযান চালানো হয়। দুপুরে ওই দোকানে পুরোনো দামের ১৪ লিটার সয়াবিন তেলের বোতল লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে দুই লিটারের বোতল দুটি ও এক লিটারের ১০টি বোতল ছিল।

‘পরে সব তেল আগের দামেই ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তেল কম পরিমাণ মজুত ছিল ঠিকই, তবে বোতলের গায়ের দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল। এক লিটারের বোতলে ১৬০ টাকা মূল্য লেখা থাকলেও ২০০ টাকা করে বিক্রি করছিলেন। দুই লিটারের বোতলে ৩১৮ টাকা দাম লেখা থাকলেও বিক্রি হচ্ছিল নতুন দামে। ক্রেতাদের সঙ্গে কথা বলে বেশি দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। এটা অপরাধ। এ জন্যই তাকে জরিমানার আওতায় আনা হয়েছে।’

জব্দ করা এক লিটার তেল তাৎক্ষণিক পুরোনো দামে কিনেছেন জোসনা বেগম।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘বাজারে এসেছিলাম অন্য তরিতরকারি কিনতে। এসে দেখি ভ্রাম্যমাণ আদালত তেল জব্দ করে দোকানদারকে বোতলের দামে বিক্রির নির্দেশ দিয়েছেন। বেশি টাকা না থাকায় তাৎক্ষণিক এক লিটার তেল ১৬০ টাকা দিয়ে কিনেছি। প্রতিদিন এমন অভিযান পরিচালনা করলে আমাদের জন্য ভালো।’

ফরিদা ইয়াসমিন নামে আরেক ক্রেতা বলেন, ‘কম দামে তেল বিক্রির সময় ক্রেতাদের হুড়োহুড়ি বেধে যায়। তবুও দুই লিটার তেল কিনতে পেরেছি।’

এ বিভাগের আরো খবর