মাদারীপুরের রাজৈরে বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার টেকেরহাট তেলের পাম্পের সামনে শুক্রবার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে।
মস্তাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাফছা উপজেলার ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের মেয়ে। আহত দুজন হলেন আলী শেখ ও হালেম ফকির।
স্থানীয়দের বরাতে উপপরিদর্শক জানান, শুক্রবার দুপুরে বিএমএফ পরিবহনের ঢাকাগামী একটি বাস ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হাফছার মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত ভ্যানচালক এস্কেন্দার আলীকে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। অপর আহত হালেম ফকিরও সেখানে চিকিৎসাধীন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বাসটিকে জব্দ করা হয়েছে। শিশুটির মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।’