জয়পুরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের বাগজানা এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যানচালক শরিফ রহমান সাগরের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়া গ্রামে।
আহত হেলপার জিৎ মহন্তের বাড়ি পাঁচবিবি উপজেলায়। পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে পিকআপভ্যানটি নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিল। পথে বাগজানা এলাকায় ঢাকামুখী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক বলে জানিয়েছেন ওসি।