মাদারীপুরের কালকিনিতে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনায় করা মামলায় এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার নয়াকান্দি এলাকা থেকে শুক্রবার ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল নিউজবাংলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার বিকেলে কালকিনির নয়াকান্দি এলাকায় স্থানীয় ঝন্টু মণ্ডল ও তার পরিবারের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, কাউন্সিলরের স্ত্রী রিক্তা বেগম ওই পরিবারকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা কাউন্সিলর আনোয়ার তার স্ত্রীকে থামানোর চেষ্টা করছেন। একপর্যায়ে ভুক্তভোগীর ছেলে মোবাইল দিয়ে ঘটনার ভিডিও করতে গেলে কাউন্সিলর তার হাত থেকে ফোন কেড়ে নেন। পরে তাকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। একপর্যায়ে ইট দিয়ে উজ্জ্বলের মাথায় আঘাত করেন।
ওই ঘটনায় কাউন্সিলর আনোয়ার হোসেন, তার ছেলে রিফাত বেপারি ও ভাতিজা সাব্বির বেপারির বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেন ঝন্টু মণ্ডল।
ওসি ইসতিয়াক আশফাক নিউজবাংলাকে বলেন, ‘হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পর প্রধান অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেনকে শুক্রবার ভোরে রাতে নয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আনোয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।