বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

  •    
  • ১৩ মে, ২০২২ ১২:১৬

নিহতের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘আমার ভাই ফুটপাতে খাবারের ব্যবসা করত। সকালের দিকে পাশের একটি দোকানে চা খেয়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।’

রাজধানীর চকবাজারের আলীঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মোরশেদ আলম (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৮টার দিকে মৃত বলে জানান।

নিহতের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘আমার ভাই ফুটপাতে খাবারের ব্যবসা করত। সকালের দিকে পাশের একটি দোকানে চা খেয়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেয়া হয়। সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’

মোরশেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার কান্দারহাট গ্রামে। তিনি মো. মহজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চকবাজারের ইসলামবাগ আলীঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর