বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিড়িং পোকা কাটছে পাতা-ডগা

  •    
  • ১৩ মে, ২০২২ ১০:৫৮

মেহেরপুর কৃষি বিভাগের উপপরিচালক কামরুজ্জামান নিউজবাংলাকে জানান, জেলায় চলতি মৌসুমে ২২ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে বেশ কিছুদিন তীব্র তাপদাহের কারণে পাটে তিড়িং পোকার আক্রমণ হয়েছে।

মেহেরপুরে পাটক্ষেতগুলোতে হানা দিয়েছে তিড়িং পোকা। পাটের ডগা-কাণ্ড ও পাতা কেটে ফেলেছে পোকাগুলো।

তিড়িংয়ের হানায় পাটের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পাটচাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, বৃষ্টি ঠিকঠাকমতো হলেই পোকার আক্রমণ কমে যাবে।

জেলা সদরের পাটচাষি আমজাদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘তিড়িং পোকার আক্রমণের কারণে পাট যে পরিমাণ বড় হওয়ার কথা তার কিছুই হয়নি। এ পোকা পাটগাছের ডগা কেটে দেয়ার পাশাপাশি পাতা খেয়ে ফেলছে। এ কারণে পাট এক থেকে দেড় ফিট লম্বা হওয়ার কথা থাকলেও পাঁচ ইঞ্চির মধ‍্যেই আটকে রয়েছে। বিষ দিয়েছি, দেখি কী অবস্থা হয়।’

সদরের আরেক পাটচাষি মো. ডাবলু নিউজবাংলাকে বলেন, ‘তীব্র গরম শেষে আজ দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন কৃষি বিভাগের পরামর্শে কীটনাশক দিয়েছি। সপ্তাহখানেক গেলে ফল পাওয়া যাবে।’

মেহেরপুর কৃষি বিভাগের উপপরিচালক কামরুজ্জামান নিউজবাংলাকে জানান, জেলায় চলতি মৌসুমে ২২ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে বেশ কিছুদিন তীব্র তাপদাহের কারণে পাটে তিড়িং পোকার আক্রমণ হয়েছে।

তিনি বলেন, ‘দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, এতে পোকার আক্রমণ কমে যাবে। কৃষি বিভাগের পরামর্শে পরিমিত মাত্রায় কীটনাশক দেয়া হচ্ছে। আশা করছি তিড়িং পোকার আক্রমণ থেকে পাট রক্ষা পাবে।’

এ বিভাগের আরো খবর