বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজতের বিবৃতি প্রত্যাখ্যান গণকমিশনের

  •    
  • ১৩ মে, ২০২২ ০০:০৫

গণকমিশনের বিবৃতিতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম আমাদের হুমকি দিয়ে যে বিবৃতি দিয়েছে তা হালকা করে দেখার সুযোগ নেই।’

গণমাধ্যমে প্রকাশিত গণকমিশনের রিপোর্ট সম্পর্কে হেফাজতে ইসলামের বিবৃতি প্রত্যাখ্যান করেছে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন।

বৃহস্পতিবার গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার ড. তুরিন আফরোজের সই করা বিবৃতিতে হেফাজতে ইসলামের বিবৃতি প্রত্যাখ্যান করা হয়।

গণকমিশনের বিবৃতিতে বলা হয়, ‘হেফাজত আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীর সই করা বিবৃতি আমাদের নজরে এসেছে। দীর্ঘ এক বছর মাঠপর্যায়ে তদন্ত করে সন্ত্রাস বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক, মানবাধিকার নেতা এবং হেফাজত নিয়ন্ত্রিত বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বক্তব্য ও প্রমাণের ভিত্তিতে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। আমাদের অনুসন্ধান ও অভিযোগ সত্য কিনা সেটা প্রমাণের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

‘হেফাজতে ইসলাম আমাদের হুমকি দিয়ে যে বিবৃতি দিয়েছে তা হালকা করে দেখার সুযোগ নেই।’

বিবৃতিতে বলা হয়, ‘২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের নামে হেফাজতে ইসলাম যে মহাতাণ্ডব ও সন্ত্রাস সংঘটিত করেছে সে বিষয়ে দেশবাসী বিলক্ষণ অবগত। সেদিন তারা মহাখালীতে নির্মূল কমিটির শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে সংগঠনের বহু নেতা-কর্মী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুতর আহত করেছে। সেই অপরাধের মামলা এখনও বিচারাধীন। শাপলা চত্বরে এবং সারাদেশে হেফাজতের সন্ত্রাসী তাণ্ডবের ক্ষয়-ক্ষতির বিবরণ এবং নিহতদের পরিবারবর্গ ও আহতদের বক্তব্য ২০১৩ সালে আমরা শ্বেতপত্রে প্রকাশ করেছি।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় নিক্ষেপ করার ঘোষণাসহ গত বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বানচালের জন্য সারাদেশে হেফাজতীদের তাণ্ডবে জড়িত হেফাজতে ইসলামের সন্ত্রাসী শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তা আমাদের এবারের শ্বেতপত্রে প্রকাশ হয়েছে। এসব সন্ত্রাসের সঙ্গে ইসলাম ধর্মের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ১৯৭১ সাল থেকে হেফাজতের প্রতিষ্ঠাতারা এবং অন্যান্য নেতা যাবতীয় হত্যা, সন্ত্রাস ও তাণ্ডব ইসলামের নামে জায়েজ করতে চেয়েছে, যা এদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আবারও আহ্বান জানাচ্ছি- জাতীয় নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত ও সমুন্নত রাখার প্রয়োজনে অবিলম্বে হেফাজতে ইসলামসহ অন্যান্য জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠনের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। একইসঙ্গে বিভিন্ন সময়ে গণমাধ্যমে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

এ বিভাগের আরো খবর