রাজধানীর ওয়ারী হানিফ ফ্লাইওভারের ওপর ঠিকানা পরিবহনের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাব্বির হোসেন মুন্না। তার বয়স ৩০ বছর।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ৮টায় চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল বলেন, ‘আমরা খবর পেয়ে হানিফ ফ্লাইওভারের ঢালে ঠিকানা পরিবহনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঠিকানা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে।’
নিহতের সহকর্মী রফিকুল ইসলাম ও কামরুল হাসান বলেন, সাব্বির মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠান সার্ভে কোম্পানির কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি উত্তর চাঁদপুরের মতলব থানার ভাঙ্গা গ্রামের বাসিন্দা। বর্তমানে সাইনবোর্ড সানরপার এলাকায় সপরিবারে থাকতেন।