ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রংপুরের একটি আদালত।
নগরীর অমিত বনিক নামে এক ব্যবসায়ীর করা মামলায় বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতের বিচারক এফ.এম আহসানুল হক এই পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সিপন সাহা।
তিনি জানান, বিভিন্ন লোভনীয় অফারে টিভি, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা পণ্য সরবরাহের কথা বলে ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে ৩ দফায় ২০ লাখ ৪৬ হাজার ৯৮৫ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তা করেননি। এই অভিযোগে আদালতে প্রতারণার মামলা করেছেন ব্যবসায়ী অমিত।
প্রতারণার অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে গত বছরের ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক।
মামলার পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। এর মধ্যে সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হয়েছেন শামীমা।
চেক প্রতারণার অভিযোগে ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে গত ২১ এপ্রিল জামিন দিয়েছে আদালত। তবে জামিন পেলেও কারামুক্ত হননি তিনি।
তার আইনজীবী আহসান হাবীব জানান, চেকের মামলায় জামিন হলেও আরও কিছু মামলা থাকায় তিনি কারামুক্ত হতে পারেননি।