রেল কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ‘পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পদ্মা সেতু উদ্বোধন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় গেছেন। তাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় পেছানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী সোমবার প্রতিবেদনটি জমা দেয়া যাবে।’
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়া তিন যাত্রীকে জরিমানা করার পর ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটি বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় ও কয়েক দিন ছুটি থাকায় ১৬ মে তদন্ত প্রতিবেদন জমা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রধান পাকশী রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পদ্মা সেতু উদ্বোধন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় গেছেন। তাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় পেছানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী সোমবার প্রতিবেদনটি জমা দেয়া যাবে।’
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া তদন্ত বিষয়ে কোনো বক্তব্য তদন্ত কমিটির প্রকাশের নিয়ম নেই।’
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে আলোচিত ইমরুল কায়েস প্রান্ত, ওমর এবং হাসানকে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল। এর মধ্যে প্রান্ত টিটিই শফিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেল বিভাগ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। পরে এই সময় দুদিন বাড়ানো হয়।
তবে এর মধ্যেই রোববার শফিকুলকে দায়িত্ব ফিরিয়ে দেয়ার কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে তাকে বরাখাস্ত করার দায় চাপানো হয়েছে পাকশীর রেলওয়ের বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের ওপর।
সোমবার পুনর্বহালের অফিস আদেশ পেয়ে ঈশ্বরদী জংশন স্টেশনের টিটিই স্বপদে যোগদানের আবেদনপত্র জমা দেন তিনি। এরপর তিনি চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।
টিটিই শফিকুলের বিরুদ্ধে তদন্ত: প্রতিবেদন জমা দেয়নি কমিটি
-
ট্যাগ:
- ট্রেন
- রেলমন্ত্রী
- ভ্রমণ
এ বিভাগের আরো খবর/p>