রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক প্রেক্ষাপট ভূ-রাজনৈতিক যে চ্যালেঞ্জ তৈরি করেছে সেটি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে আরও কাছে থেকে কাজ করার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কুন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার ‘বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে এমন মন্তব্য করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে বিশ্ব একটি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আর এ চ্যালেঞ্জ শুধু আঞ্চলিক দিক থেকেই নয়, দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে চ্যালেঞ্জের চেয়ে আরও কাছে থেকে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাধা সৃষ্টি হয়েছে। এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আমাদের একে অপরের সহযোগিতা করতে হবে।’
‘বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এ অনুষ্ঠানের যৌথ আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড স্টাডি সেন্টার।
ঢাকা ও সিউলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রাষ্ট্রদূত লি বলেন, ‘দক্ষিণ কোরিয়া, ভারত ও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পার করছে। এ সময়ে দুই দেশের সম্পর্কে অনেক সফলতা এসেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ যাত্রা শুরু হয়েছিল ১৯৭৯ সালে। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের ৮০ শতাংশ এ খাতে।’
রাষ্ট্রদূত বলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে বাংলাদেশে চার লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্কের ভবিষ্যত উজ্জ্বল।’
সেমিনারে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।