ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির বাহিনীর গুলিতে শিরিন আবু আকলেহ নামে আল জাজিরার এক সাংবাদিক নিহতের ঘটনায় নিন্দা ও ধিক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা জানান, গত বুধবার পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর তল্লাশির খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরিন। ওই সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী কর্তৃক আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরুষোচিত। এটি ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক নির্দয় বর্বরতার আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত।
‘শিরিন আবু আকলেহ দায়িত্ব পালন অবস্থায় তাকে মাথায় গুলি করে পৈশাচিকভাবে হত্যা বিশ্ব ইতিহাসে ইসরায়েলি বাহিনীর একটি কালো অধ্যায় হিসেবে যুক্ত হবে। এমন সহিংস মরণঘাতী কর্মকাণ্ড চরম মানবতাবিরোধী কাজ। ইসরায়েলি বাহিনীর দ্বারা আল জাজিরার সাংবাদিককে হত্যায় আমি নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।’
বিবৃতিতে ফখরুল আরও বলেন, ‘শুধু মানবতার শত্রুদের দ্বারাই এ ধরনের রক্ত ঝরানো সম্ভব। স্বাধীনচেতা, নিরস্ত্র, সত্যানুসন্ধানী সাংবাদিকরা দায়িত্ব পালনকালে যদি একের পর এক হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে বিশ্ব সভ্যতা আদিম অন্ধকারে নিমজ্জিত হবে। অযৌক্তিক, দখলদার পেশিশক্তির জয়জয়কারে ভরে উঠবে বিশ্ব সমাজ। আধিপত্যবাদী শক্তি স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসী মানুষদের নতি স্বীকার করাতে বেপরোয়া হয়ে উঠবে।’
‘আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে রুখে দিতে না পারলে মানবতা ও মানবজাতি যে চরম অস্তিত্ব সংকটে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।’