বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তেলের দাম বাড়ায় সিপিবির বিক্ষোভ

  •    
  • ১২ মে, ২০২২ ১৮:৩৪

বৃহস্পতিবার বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ করে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে সিপিবি। এ সময় মিছিলটি গুলিস্তান নূর হোসেন চত্বরে পুলিশের বাধার মুখে পড়ে।

ভোজ্যতেলের দাম বাড়ার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল বের করে।

দলের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ করে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে সিপিবি। এ সময় মিছিলটি গুলিস্তান নূর হোসেন চত্বরে পুলিশের বাধার মুখে পড়ে। নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এই সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার দুর্নীতিবাজ আমলা, লুটেরা রাজনীতিবিদ, সামাজিক দস্যু, সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে, এই সরকারের পক্ষে জনগণের অধিকার সংরক্ষণ সম্ভব নয়।’

তিনি বলেন, ‘দেশে ৫ ভাগ ও ৯৫ ভাগের রাজনীতি-অর্থনীতি বিদ্যমান। ৫ ভাগের রাজনীতি-অর্থনীতি ৯৫ ভাগকে শোষণ করছে। এই রাজনীতি উল্টে দিতে হবে।’

সেই সঙ্গে বিক্ষোভে পুলিশের বাধায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের ব্যারিকেডে ৯৫ ভাগের জনরোষ থেকে রক্ষা পাওয়া যাবে না।’

সমাবেশে গণবণ্টন, স্থায়ী রেশনিং ব্যবস্থা, সরকারি উদ্যোগে বাজার ব্যবস্থা গড়ে তোলা ও সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।

সমাবেশে দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘অনুনয়-বিনয় করে ব্যবসায়ীদের মন গলানো যাবে না। বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

তিনি দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে তেলসহ নিত্যপণ্যের আমদানি ও মজুত গড়ে তোলা, টিসিবির গাড়ির সংখ্যা বাড়ানো, অন্তত তিন কোটি পরিবারকে তেলসহ নিত্যপণ্য ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহের দাবি জানান।

টিসিবির বিক্রি বোতলের তেল ১১০ টাকা হলে খোলা তেল ৯০ টাকা লিটারে বিক্রি করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে এখনও অপসারণ না করে ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার প্রমাণ করেছে, তারা সিন্ডিকেট ও মজুতদারদের সরকার। এরাই এদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য সাজ্জাদ জহির চন্দন, ডা. সাজেদুল হক রুবেল, কাজী রুহুল আমীন, জলি তালুকদার, লুনা নূর প্রমুখ।

সমাবেশে দেশে ‘দুঃশাসনের’ অবসান চেয়ে, ব্যবস্থা বদল ও বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার সংগ্রামে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানান নেতারা।

এ বিভাগের আরো খবর