মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৩৬ ইউনিয়নে হাজারও নেতাকর্মীর মধ্যে সম্মেলন ঘিরে চলছে তোড়জোড়।
ব্যক্তি পর্যায়ে প্রচার-প্রচারণায় দলীয় নিষেধাজ্ঞার কারণে শহরে ব্যানার-পোস্টার নেই। তবে, প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ হয়েছে।
জেলা শহরের নোমানী ময়দানে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্মেলন উদ্বোধন করার কথা।
এবারের সম্মেলন অন্যবারের চেয়ে ব্যতিক্রম বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।
তিনি নিউজবাংলাকে জানান, সম্মেলনে ব্যক্তিগত প্রচারণা নেই। পোস্টার, ব্যানার, লিফলেটে কারও নামে প্রচার এবার নিষেধ। নেতাকর্মীদের এটা মেনে চলার নির্দেশনা দেয়া আছে। দলের সিদ্ধান্তে এই নিয়ম করা হয়েছে। আওয়ামী লীগের জেলা কমিটি থেকেই সব প্রচার করা হচ্ছে। এটা দলের মাঝে ঐক্যের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রচার ছাড়া কোনো প্রচার রাখা হয়নি। আমাদের কাছে দলের প্রচারই বড় বিষয়। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, এ কারণে কোন্দল বা বিভক্তীকরণ চলছে না। আগামীতে শক্ত নেতৃত্ব আনার চেষ্টা করছি। দলে কোনো হাইব্রিড নেতার প্রবেশ সম্পর্কে আমরা সচেতন আছি।’
দলীয় সূত্র জানায়, ত্রিবার্ষিকী সম্মেলনে মাগুরা জেলার ৩৬টি ইউনিয়ন থেকে হাজারও নেতাকর্মী শহরের নোমানী ময়দানে জড়ো হবেন। শহরের প্রবেশমুখ ঢাকা রোড এলাকা থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে তোরণ নির্মাণ করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটি জানায়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সংসদ সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জামান, কল্পনা গ্লোরিয়া সরকার ঝর্না, সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।