চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটকের পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে ওই ব্যক্তির কথিত ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ার চক্ষুসেবা কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম নিউজবাংলাকে জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসক সেজে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন সামসুর রহমান। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকায় তার চক্ষু সেবাকেন্দ্রে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, সামসুর রহমান রোগীদের ভুল চিকিৎসা দিতেন। বিষয়টি তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে শিকারও করেন। চিকিৎসা বিষয়ক কোনো ডিগ্রির নথি দেখাতে ব্যর্থ হন সামসুর। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে তার সেবা কেন্দ্রটি সাময়িক বন্ধ করে দেয়া হয়। অভিযুক্ত সামসুর রহমানকে পাঁচ বছর আগেও ভ্রাম্যমাণ আদালত একই অপরাধে সাজা দিয়েছিল। সে সময় অনেকদিন জেলেই ছিলেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন সদর উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ের নাজির সাজেদুর রহমান ও সদর থানা পুলিশের দল।