নেত্রকোণার কেন্দুয়ায় দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও চার সদস্য।
উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মীর মাহাবুবুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বাবুল দত্ত ৫৫ দনাচাপুর গ্রামে প্রবোধ দত্তের ছেলে।
আহতরা হলেন সাগর দত্ত, তৃপ্তি রানী দত্ত, চায়না রানী দত্ত ও রঞ্জিত দত্ত। তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনদের বরাতে ওসি বলেন, ‘বাবুল দত্তের বাড়ি উঠোন দিয়ে সুবল দেবের বাড়ির বৃষ্টির পানি নামে। এ নিয়ে বুধবার বিকেলে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে বাঁধে।
‘সংর্ঘষের সময় প্রতিপক্ষের হামলায় বাবুলসহ তার পরিবারের সদস্যরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’