চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে অটোরিকশা চলাচলে নিয়ম বেধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অটোরিকশার কিউআর কোডে ‘সিইউ’ লেখা স্টিকার দেখানোসহ নিয়মগুলো গত ২১ এপ্রিলের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অটোরিকশা চলাচল করছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘চালকরা ঈদ পর্যন্ত আমাদের কাছে সময় চেয়েছিল। প্রথমে ২৩ জন এবং পরে আরও ৭ জনকে আমরা অনুমতি দিয়েছি। তারা সব তথ্য জমা দিয়েছে। আগামী শুক্রবার থেকে ক্যাম্পাসে নতুন নিয়ম মেনে অটোরিকশা চলবে। অনুমোদিত ৩০ জনের বাইরে কেউ ক্যাম্পাসে অটোরিকশা চালাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘জিরো পয়েন্টে একজন পুলিশ সদস্য বা সার্জেন্ট কাজ করবে। ক্যাম্পাসের বাইরে থেকে গাড়ি রিজার্ভ নিয়ে আসা যাবে। তবে বাইরের গাড়িগুলো ফিরতি পথে যাত্রী পরিবহন করতে পারবে না।’
ঈদের ছুটির পর বুধবার থেকে বিশ্ববিদ্যালয় খুললেও সকাল থেকে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, স্টিকার ছাড়া ও নির্দিষ্ট পোশাক না পরেই অটোরিকশা চালাচ্ছেন চালকরা। এ সময় নতুন নির্দেশনা ও নিয়মের কথা জিজ্ঞেস করলে চালকরা এড়িয়ে যান।
তবে অটোরিকশা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার আমাদের সঙ্গে প্রক্টর অফিসে বৈঠক আছে। একটা সিদ্ধান্ত হবে। আগামী রোববার থেকে সব নিয়ম কার্যকর হবে।’
২১ এপ্রিলের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি কেন এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রোজা ও ঈদের বন্ধের কারণে কেউ নিয়ম কার্যকর করতে পারেনি।’
গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন ও সিএনজি অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনা সমাধানে ক্যাম্পাসের ভেতরে সিএনজি অটোরিকশা চালানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র প্রতিনিধি, স্থানীয় ইউপি প্রশাসন ও চালকদের নিয়ে তিন দফা বৈঠক শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সিদ্ধান্তগুলো হলো অনুমোদন পাওয়া মোট ৩০টি সিএনজি অটোরিকশা ছাড়া অন্য কোনো অটোরিকশা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট রোডে চলাচল করতে পারবে না, প্রতিটি গাড়িতে কিউআর কোডসহ ‘সিইউ’ লেখা স্টিকার লাগানো থাকবে, সিএনজিচালকদের আলাদা ড্রেস কোড থাকবে, চালকদের ড্রাইভিং লাইন্সেস, জাতীয় পরিচয়পত্র এবং মালিকের গাড়ির কাগজপত্র প্রক্টর অফিসে জমা থাকবে, ছাত্র এবং ড্রাইভার উভয়ের মধ্যে ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে, রাত ১১টার পর জনপ্রতি ভাড়া ১০ টাকা করে দিতে হবে।