নাটোরের বড়াইগ্রাম, সদর উপজেলার নিচাবাজার ও স্টেশনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
এ সময় অবৈধ মজুত ও বাড়তি মূল্যে তেল বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান তানভীর জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে বড়াইগ্রামের মৌখাড়া বাজারের নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে র্যাবকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়।
এ সময় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ছাড়া ওই দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে পাশের আল মামুন স্টোর থেকে ০৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক আরও জানান, পরবর্তী সময়ে সদরের নিচাবাজারে বাড়তি মূল্যে সয়াবিন তেল বিক্রি ও অবৈধ মজুত রাখায় কুণ্ডু সাহা স্টোর থেকে ১০ লিটার সয়াবিন তেল জব্দ ও দোকানিকে আট হাজার টাকা জরিমানা, সোনালী স্টোর থেকে ৮৫ লিটার তেল জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লিটন স্টোর থেকে ৫৫ লিটার তেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম ও দোকান থেকে ২ হাজার ২০০ লিটার তেল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল পরে খোলাবাজারে ন্যায্য দামে বিক্রি করা হয়।
অভিযানে র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুর ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।