বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অঙ্কনের রহস্যজনক মৃত্যুর তদন্ত দাবি সহপাঠীদের

  •    
  • ১২ মে, ২০২২ ০২:১৫

অঙ্কন বিশ্বাসের সহপাঠীরা জানান, আগামীকাল ১২ মে তার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করবেন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সব শিক্ষার্থীরা। এ ছাড়া বিভাগের চলমান পরীক্ষা পিছিয়ে নেয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইংরেজি বিভাগে মাস্টার্স প্রথম সেমিস্টারে (১২ তম ব্যাচ) অধ্যয়নরত শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনে মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা কর্মসূচি পালন করা হয়েছে।

পাশাপাশি তার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সহপাঠীরা।

ইংরেজি বিভাগে অধ্যয়নরত সব ব্যাচের শিক্ষার্থীরা এসব কর্মসূচির আয়োজন করেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অঙ্কনের ফ্রেমবাঁধা ছবির চারপাশে মোমবাতি প্রজ্জ্বলন করে এক মিনিট নীরবতা পালন করেন তার সহপাঠী ও বন্ধুরা।

ওই সময় শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘আমাদের সহপাঠী অঙ্কন বিশ্বাসের রহস্যজনক এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এই মৃত্যুর পেছনে কী আছে তা বের করতে হবে। তার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। ওপারে যেন ভালো থাকে অঙ্কন।’

ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থী সামিরা ইসলাম বলেন, ‘আমরা বিভাগের একজন নক্ষত্রকে হারিয়েছি। এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তা না হলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতেই থাকবে।’

অঙ্কন বিশ্বাসের সহপাঠীরা জানান, আগামীকাল ১২ মে তার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করবেন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সব শিক্ষার্থীরা। এ ছাড়া বিভাগের চলমান পরীক্ষা পিছিয়ে নেয়া হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোববার রাত সাড়ে ১১টার দিকে অঙ্কন বিশ্বাসের মৃত্যু হয়। এর আগে ২৪ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে এ ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যান তার স্বামী।

ঘটনার দিন সকালে শাকিলের (স্বামী) বাসায় যান অঙ্কন। সেখানে একপর্যায়ে জ্ঞান হারান তিনি।

পরে শাকিল ও তার ছোট ভাই হিমেল অঙ্কনকে আজগর আলী হাসপাতালে নিয়ে যান। তখন শাকিল কখনো ভাই, কখনো বন্ধুর পরিচয়ে ভর্তি করাতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করাতে অস্বীকৃতি জানায়।

পরে হাসপাতাল থেকে অঙ্কনের বিশ্ববিদ্যালয়ের বন্ধু আব্দুল মুকিত চৌধুরী সানীকে এনে অঙ্কনকে ভর্তি করানো হয়। পরে রোগীর অবস্থা অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিবির পরিচর্যার জন্য নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর