মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে চার্জ দেয়া ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার সোবান্দি সরদারকান্দি গ্রামে বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন নিউজবাংলাকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২০ বছরের মনির কাজী উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের সোবান্দি সরদারকান্দি গ্রামের আজাহার কাজীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার বেলা ১টার দিকে সোবান্দি সরদারকান্দি গ্রামের আফজাল মৃধার একটি ইজিবাইক রাস্তার পাশে চার্জ দেয়া হচ্ছিল। চার্জে থাকা অবস্থায় ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়ে যায়।
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ইজিবাইকটিতে স্পর্শ লেগে মাটিতে লুটে পড়েন মনির। আশপাশে লোকজন উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা নিউজবাংলাকে বলেন, ‘একই গ্রামের জামিল সরদারের বসতঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রতিদিনই ইজিবাইক চার্জ দেন আফজাল মৃধা। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক চার্জ দেয়ায় এলাকাবাসী একাধিকবার আফজালকে সতর্ক করলেও শোনেননি তিনি।’
নিহতের মামা জলিল মিয়া বলেন, ‘আফজাল মৃধা অবৈধভাবে জামিল সরদারের ঘর থেকে বিদ্যুতের লাইন নিয়ে ইজিবাইক চার্জ দিচ্ছিলেন। এতে ইজিবাইকটি পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে যায়। আমার ভাগিনা বাড়ি আসার সময় ইজিবাইকটি স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।’
ওসি মিরাজ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’