মেহেরপুরের গাংনীতে বস্তায় চাপা পড়ে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় দুই হাসপাতাল ঘুরে তৃতীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনীর ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে বুধবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা হয়।
মৃত জুনায়েদ হোসেনের বয়স ১৩। সে ওই এলাকার মৃত বাবুল আক্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা।
তিনি জানান, প্রতিবেশী মাছচাষী আক্কাস আলীর খামারে কাজ করতো জুনায়েদ। বুধবার গুদাম থেকে মাছের খাবারের বস্তা নামানোর সময় সেটি তার উপরে পড়ে।
আশপাশের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে নেয়া হয় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার জন্য রেফার করা হয়। রাজশাহী নেয়ার পথেই মারা যায় জুনায়েদ। রাজশাহী মেডিক্যালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।