বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

  •    
  • ১১ মে, ২০২২ ১৯:১৩

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে মারুফ নিজ বাড়ির সামনে বিদ্যুৎচালিত ফ্যানের সাহায্যে ধান পরিষ্কারের কাজ করছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয় সে। উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মারুফ হাসান ওই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের ছেলে। মারুফ সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে এ বছর এইচএসসি পাশ করেছিল।

পরিবারের বরাতে ওসি জানান, বুধবার দুপুরে মারুফ নিজ বাড়ির সামনে বিদ্যুৎচালিত ফ্যানের সাহায্যে ধান পরিষ্কারের কাজ করছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয় সে। উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি শিবিরুল।

এ বিভাগের আরো খবর