মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মানিকগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আমিনুল ইসলাম বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামির নাম ফজর আলী। ৫৫ বছরের ফজরের বাড়ি সদর উপজেলার ভাবাড়িয়া ইউনিয়নে। তিনি কৃষক।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বাবুল হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই স্কুলছাত্রী নানাবাড়িতে থেকে পড়ালেখা করত। গেল মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে বাইরে নিয়ে যান ফজর। একটি গোয়ালে নিয়ে মেয়েটিকে তিনি ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ফজর পালিয়ে যান। স্কুলছাত্রীর বাবা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করেন।
তিনি আরও জানান, মামলার পর মঙ্গলবার মধ্যরাতে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিচারকের কাছে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।