নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন বুধবার বিকেলে এ রায় দেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নিউজবাংলাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত ৪০ বছরের আরিফুল ইসলাম পলাশ সদর উপজেলার কুতুবপুরের নন্দলালপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেছেন। সাজা পাওয়া আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) আহমেদ বলেন, ‘২০১২ সালের ১২ নভেম্বর আরিফুল ইসলাম এক ব্যক্তির দিকে গুলি ছোড়েন। এ ঘটনায় র্যাব তার বাড়ি থেকে রিভলবারের বিভিন্ন অংশ জব্দ করে।
‘পরে আরিফুলের নামে ফতুল্লা মডেল থানায় মামলা করে বাহিনীটি। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে দোষী প্রমাণ হন আরিফুল। তাকে দেয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড।’