ঝালকাঠি শহরের এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এতে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শহরের আড়তদারপট্টি এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ব্যবসায়ী বিকাশ কুণ্ডুর গুদাম থেকে এসব তেল জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ব্যবসায়ী বিকাশ কুণ্ডুর গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে তেল মজুতের দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‘জব্দ করা এসব তেলের মধ্যে ১৬ কেজির ৮০০ টিন, পাঁচ লিটারের ৩৪ কার্টন, ১৬ লিটারের ৪৮টি কনটেইইনার এবং ৫০০ গ্রামের ১৬টি বোতল রয়েছে। এসব তেল পরে স্থানীয় মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেয়া হয়।’