শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের তামাগাঁও গ্রামে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
৫০ বছরের দেলোয়ারা বেগম ওই একই গ্রামের মো. ইউনুস আলীর স্ত্রী।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার সকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে দেলোয়ারা বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির কাছ থেকে গরু আনতে যান। সে সময় খুঁটিতে টানা তারের বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মনিরুল আরও জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।