আগে কেনা খোলা সয়াবিন ও পাম অয়েল তেল নতুন দরে বিক্রির উদ্দেশ্যে ৪ হাজার লিটার মজুত করে রেখেছিল চট্টগ্রামের কর্নেল হাটের জামাল অ্যান্ড ব্রাদার্স নামে একটি দোকান। বিনিময় স্টোর নামে আরেকটি দোকানের গুদামে মিলেছে ফেব্রুয়ারিতে কেনা ১৩০ লিটার বোতলজাত সয়াবিন তেল।
বুধবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ায় জামাল অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার ও বিনিময় স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগের দামে কেনা তেল নতুন দামে বিক্রি ও তেল মজুত থাকার পরও ক্রেতাদের কাছে বিক্রি না করায় কর্নেল হাটের দুটি দোকানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‘এ সময় জামাল অ্যান্ড ব্রাদার্সে ৪ হাজার লিটার খোলা সয়াবিন ও পামতেল পাওয়া যায়। সেগুলো জব্দ না করে পুরোনো দামে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে বিনিময় স্টোর নামে দোকানে ১৩০ লিটার বোতলজাত সয়াবিন তেল তাৎক্ষণিক ক্রেতাদের কাছে ১৬০ টাকা দরে বিক্রি করে দেয়া হয়েছে।’