মানিকগঞ্জের ঘিওরে দুই বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার জোকা এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো.জাকির হোসেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে সেবা গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
দুই বাসের সংঘর্ষের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরে পুলিশ ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ইনচার্জ জাকির বলেন, ‘বাস দুটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’