ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থ অবস্থায় বুধবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থা এখনও স্থিতিশীল নয়। সুচিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কামরুল ইসলামকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। সাবেক এ খাদ্যমন্ত্রীর অবস্থা এখনও স্থিতিশীল নয়। সকালে তার অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে।
ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হচ্ছে। শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে, বিপি কমে গেছে। তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে সেটি কাজে লাগানো হবে।
শামীম ইয়াজদানী বলেন, ‘সাবেক খাদ্যমন্ত্রীর সুচিকিৎসার জন্য অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে ৯ জন চিকিৎসককে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। তারা বিষয়টি দেখছেন।’
মঙ্গলবার তিনি রাজশাহী এসেছেন বলে জানান শামীম ইয়াজদানী।