বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

  •    
  • ১১ মে, ২০২২ ১০:০৭

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে কাথরিয়ায় দুই বোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। পরে জানতে পারি, জলদি এলাকায় একই সময়ে দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।’

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার কাথরিয়া ইউনিয়ন ও পৌরসভার উত্তর জলদিতে মঙ্গলবার দুপুরে পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়। বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়।শিশুরা হলো কাথরিয়া ইউনিয়নের বাঘমারা এলাকার রেজাউল করিমের ৬ বছর বয়সী মেয়ে জুবাইদা সুলতানা ও ৪ বছর বয়সী সানজিদা সুলতানা এবং উত্তর জলদি এলাকার মো. হামিদের দেড় বছর বয়সী মেয়ে মোবাশশ্বিরা হোবাইফা।নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে কাথরিয়ায় দুই বোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। পরে জানতে পারি, জলদি এলাকায় একই সময়ে দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।’কাথরিয়া ইউনিয়নের সদস্য মো. আনছার আলী জানান, ঘটনাটি ঘটেছে তাদের নানার বাড়িতে। মঙ্গলবার দুপুরে সবাই ধানের কাজ করার সময় ওই দুই বোন সবার অগোচরে পুকুরে পড়ে যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই বোনের বাবার বাড়িও একই ইউনিয়নে, তবে অন্য ওয়ার্ডে।উত্তর জলদি এলাকার বাসিন্দা আহমেদ রহুম নিউজবাংলাকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে হোবাইফা বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। সে একটু একটু হাঁটতে পারত। সবার অগোচরে পুকুরে পড়ে যাওয়ার পর খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ভাসতে দেখা যায়। পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’জানা গেছে, এর আগে রোববার একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শঙ্খ নদে ডুবে মারা যায় কৃষক সাজ্জাদ হোসেনের দুই ছেলে। বাবার সঙ্গে মাঠে গিয়ে নদে ডুবে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর