লালমনিরহাটের হাতীবান্ধার গোতামারী ইউনিয়নে ছেলের জন্মদিনে নিজের বন্ধুদের জন্য ফেনসিডিল এনে পুলিশের হাতে ধরা খেলেন বাবা ও তার বন্ধু।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল মঙ্গলবার রাত ১০টার দিকে নিউজবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়া মঙ্গল এলাকায় জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তার কয়েকজন বন্ধুকে দাওয়াত করেছিলেন। বন্ধুদের খাওয়াতে ১২ বোতল ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।’
ওসি মো. এরশাদুল বলেন, ‘এ তথ্য পুলিশের কাছে গেলে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়া মঙ্গল এলাকা থেকে জিতু ইসলাম ও আশরাফুজ্জামানকে ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।’