বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট সিক্সিন চ্যান।
মঙ্গলবার বিকেলে জেলা সদরের রেইছা-গোয়ালিয়াখোলায় নির্মিত ২২০ মিটার সেতুসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিবির সিনিয়র উপদেষ্টা এমিং জো, এডিবির কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিনটিং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবু নিং, টিকা লিমবো হেড অব পোর্টপোলিও ম্যানেজম্যান্ট ইউনিট, সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুন নাহার।
পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এডিবি এলজিইডির মাধ্যমে দীর্ঘতম এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকা।
সেতুটি নির্মাণের ফলে দীর্ঘদিনের দুঃখ লাঘব হয়েছে সাধারণ জনগণের। সাঙ্গু নদীর ওপর নির্মিত এই সেতুর ফলে দুই পাড়ের ২০ গ্রামের অন্তত ছয় হাজার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নসহ কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। এতে করে উৎপাদিত কৃষিপণ্য সহজেই পরিবহনের মাধ্যমে বাজারজাত করতে পারছেন কৃষকরা।
এ ছাড়া বান্দরবানের রেইচা-গোয়ালিয়াখোলা এলাকায় এলজিইডি বান্দরবানের বাস্তবায়নে সাগু নদীর ওপর গার্ডার ব্রিজ নির্মাণের ফলে পরিবর্তন হয়েছে অর্থনৈতিক অবস্থার, ভোগান্তি কমেছে স্থানীয়দের। এ ছাড়া বান্দরবান-চট্টগ্রাম আর রাঙ্গামাটির সড়ক পথের দূরত্ব কমার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে বলে জানান স্থানীয়রা।
এডিবির ভাইস প্রেসিডেন্ট সিক্সিন চ্যান সেতু পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গেও কথা বলেন।
এর আগে তিনি প্রকল্প এলাকায় পৌঁছালে এলজিইডির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশল নাজমুস শাহাদাৎ হোসেন মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘এডিবি দেশের অন্যতম বড় উন্নয়ন প্রকল্পের অংশীদার। ভাইস প্রেসিডেন্ট বান্দরবানে সফরকালে বিভিন্ন প্রকল্পের অর্থায়ন ও ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি আগামীতেও এডিবি বাংলাদেশের উন্নয়নে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।’