হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে। ওই যুবকের নাম, পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২ বছর। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
ফরিদপুরের ভাঙ্গায় ফ্লাইওভার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাঙ্গা উপজেলার হাইওয়ে এক্সপ্রেসের আতাদী ফ্লাইওভার থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে। ওই যুবকের নাম, পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২ বছর। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।