বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউমার্কেটে মারামারি শুরু করা দুইজন গ্রেপ্তার

  •    
  • ১০ মে, ২০২২ ১৫:৫৬

ডিবি জানিয়েছে, সংঘর্ষের সূত্রপাতে কাওসার ও বাবু জড়িত ছিলেন। তারাই টেবিল বসানোকে কেন্দ্র করে ওয়েলকাম ফুডের কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান।

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে পুলিশের ওপর হামলার মামলায় ক্যাপিটাল ফাস্ট ফুডের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

সোমবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কাওসার ও বাবু হোসেন।মঙ্গলবার দুপুরে ডিবি রমনা বিভাগের উপ কমিশনার আজিমুল হক এ তথ্য জানিয়েছেন।

ডিবি জানিয়েছে, সংঘর্ষের সূত্রপাতে কাওসার ও বাবু জড়িত ছিলেন। তারাই টেবিল বসানোকে কেন্দ্র করে ওয়েলকাম ফুডের কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। পরে ওয়েলকাম ফুডের অন্য কর্মচারীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে আনলে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন: নাহিদ হত্যা: ঢাকা কলেজের ৫ ছাত্রের রিমান্ড চায় পুলিশ

ঘটনায় জড়িত ওয়েলকামের দুই কর্মচারী মোয়াজ্জেম হোসেন সজীব ও মেহেদী হাসান বাপ্পীকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

ডিবির রমনা বিভাগের উপ কমিশনার আজিমুল হক বলেন, ‘আমরা তিনটি মামলা তদন্ত করছি। দুটি হত্যা ও একটি পুলিশের ওপর হামলার মামলা। পুলিশের ওপর হামলা মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও পড়ুন: নিউ মার্কেটের ব্যবসায়ীদের পক্ষে সংঘর্ষে জড়ান নাহিদ

গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

এ সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিন মারা যান।

এ বিভাগের আরো খবর