বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাসানচরে আর রোহিঙ্গা নয়, অনুরোধ যুক্তরাষ্ট্রের

  •    
  • ১০ মে, ২০২২ ১৫:৫১

বৈঠকের শেষে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ভাসানচরে এই মুহূর্তে ৩০ হাজার রোহিঙ্গা আছে। সেখানে আমাদের ক্যাপাসিটি হলো ১ লাখ। আমরা সেখানে আরও রোহিঙ্গা নেয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু সে ব্যাপারে ইউএস-এইড বলছে, এখনও এখানে বেশি মানুষ নেয়ার পরিবেশ তৈরি হয়নি। পরিবেশের উন্নয়ন করতে হবে।’

ভাসানচরে এই মুহূর্তে নতুন করে কোনো রোহিঙ্গাকে স্থানান্তর না করতে সরকারকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সংস্থা ইউএস-এইড।

সচিবালয়ে মঙ্গলবার দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে সংস্থাটির ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইজোবেল কোলম্যান এই অনুরোধ জানান।

বৈঠকের শেষে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ভাসানচরে এই মুহূর্তে ৩০ হাজার রোহিঙ্গা আছে। সেখানে আমাদের ক্যাপাসিটি হলো ১ লাখ। আমরা সেখানে আরও রোহিঙ্গা নেয়ার জন্য চেষ্টা করছি।

‘কিন্তু সে ব্যাপারে ইউএস-এইড বলছে, এখনও এখানে বেশি মানুষ নেয়ার পরিবেশ তৈরি হয়নি। পরিবেশের উন্নয়ন করতে হবে। খাবার পানি, স্যালাইনিটির সমস্যা রয়েছে, সেগুলো সলভ করতে হবে। তাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা তাদের বলেছি, তাদের মতামত আমরা অবশ্যই অনার করব।’

পাশাপাশি ভাসানচরে রোহিঙ্গাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতেও সরকারকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘যখন বলেছি, ইতিমধ্যে সেখানে ৩০ হাজার রোহিঙ্গা মোবিলাইজ করা হয়েছে, তখন তিনি (ইজোবেল কোলম্যান) বলেছেন এখানে যে পরিবেশ যে সুযোগ-সুবিধা এটা আরও বাড়াতে হবে।

সচিবালয়ে ইউএস-এইডের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইজোবেল কোলম্যানের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। ছবি: নিউজবাংলা

‘যোগাযোগ ব্যবস্থাসহ তাদের লাইভলিহুডে গুরুত্ব দিতে বলেছেন। এবং বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে যাতে মিয়ানমারে এই জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা নিরাপত্তা ও নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে পারে এ ব্যাপারে তিনি তার সরকারের সঙ্গে কাজ করবেন।’

তিনি বলেন, ‘তারা বলেছেন, ভাসানচরে যে হাসপাতাল রয়েছে সেখানে অপারেশনের ব্যবস্থা করতে। তারা বলছেন, অপারেশনের মতো রোগী হলে তাদের ট্রান্সফার করতে হয়। এখন সেখানে একটি হাসপাতাল আছে, সেখানে বিশেষজ্ঞ আছেন, সব রকমের ওষুধ আছে, এটাকে আমরা প্রাইমারি হেলথ কেয়ার বলতে পারি।

‘কক্সবাজারে রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ভাসানচরের বিষয়ে কয়েকটি অবজার্ভেশন দিয়েছেন সেটা হলো, জরুরি রোগী হলে ভাসানচর থেকে চট্টগ্রাম অথবা নোয়াখালী পাঠাতে হয়। এ জন্য তিনি সেখানে একটি উন্নতমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতে আমাদের সাজেশন দিয়েছেন।’

ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভাসানচরে এখনও জাতিসংঘের এজেন্সিগুলো কার্যক্রম শুরু করেনি। এ ব্যাপারে আমি ইউএস-এইডের সহযোগিতা চেয়েছি যাতে দ্রুত সেখানে ইউএনএইচসিআর, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কার্যক্রম শুরু করে। তিনি বলেছেন কথাটা তাদের বলবেন এবং সেখানে যে অতিরিক্ত অর্থসহায়তা লাগবে সেটাও তিনি বলেছেন।

‘তারা বলছেন, পৃথিবীতে প্রায় ৫০ লাখ শরণার্থী আছে, এর সঙ্গে ইউক্রেনের প্রায় ৭০ লাখ শরণার্থী যোগ হয়েছে। তারা এদের নিয়ে কাজ করছে। অন্যান্য শরণার্থী শিবিরে যেভাবে কাজ করছে, এখানেও সেভাবে কাজ করবে। দ্রুত তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে তারা চাপ তৈরি করবে।’

ভাসানচরে জাতিসংঘের এজেন্সিগুলো যেন দ্রুত কার্যক্রম শুরু করতে পারে এ জন্য খুব শিগগিরই তাদের ফান্ড দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ বিভাগের আরো খবর