রংপুর নগরীর নিউ সেনপাড়া করনজাই রোড এলাকার একটি পুকুরের পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার রায় নিউজবাংলাকে জানিয়েছেন, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
তিনি বলেন, ‘আনুমানিক ৪/৫ দিন বয়সী শিশুটির মরদেহ কে বা কারা যেন লুঙ্গির মধ্যে প্যাঁচিয়ে স্থানীয় জামাল মিয়ার পুকুরের ধারে ফেলে রেখে গেছে। স্থানীয়দের খবরে আমরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরে সুরতহাল শেষে সাড়ে ১০টার দিকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
‘মনে হচ্ছে, বাচ্চাটার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট আসলে আসল ঘটনা বোঝা যাবে’ যোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী মমতাজ বেগম নিউজবাংলাকে বলেন, ‘জামাল মিয়ার পুকুরের কাছে একটি বাসায় যাওয়ার সময় দেখি নতুন লুঙ্গি দিয়ে প্যাঁচানো কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখি, লুঙ্গির মধ্যে বাচ্চা প্যাঁচানো। তখন চিল্লাচিল্লি করলে অনেক লোক চলি আসে।’
রংপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল ইসলাম মঞ্জু বলেন, ‘ধারণা করা হচ্ছে, কেউ বাচ্চাটাকে মেরে রেখে গেছে। এটা মর্মান্তিক। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা এর রহস্য খুঁজতেছে।’
মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘শিশুটি কার এবং কারা ফেলে রেখে গেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত ইউডি মামলা হয়েছে।’