পৈতৃক সম্পত্তির দখল নিয়ে বিরোধে খুন হয়েছেন সুমন মিয়া নামে ২৫ বছরের যুবক। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই আতোয়ার মিয়া পলাতক।
টাঙ্গাইলের নাগরপুরে সোমবার সকালে এ খুনের ঘটনা ঘটে।
স্বজনরা জানান, মোকনা ইউনিয়নে ডাকাতিপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া। জমি নিয়ে তার বিরোধ চলছিল সৎ বড় ভাই আতোয়ারের সঙ্গে। এর আগে ঝগড়া হলেও তা নিষ্পত্তি হয়েছে পারিবারিকভাবে। সোমবার সকালে দুই ভাইয়ের তর্কের একপর্যায়ে ঘটেছে এ খুনের ঘটনা।
নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ জানান, ছোট ভাই সুমনকে ফলা দিয়ে আঘাত করেন আতোয়ার মিয়া। সুমন মাটিতে লুটিয়ে পড়লে তিনি পালিয়ে যান। দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা সুমনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পথেই মৃত্যু হয় সুমনের।
ময়নাতদন্তের জন্য সুমনের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।