ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হানিফ সরকার বলেন, ‘পথচারীরা ফ্লাইওভারের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার বয়স আনুমানিক ২৩ বছর। পরিচয় শনাক্ত করার মতো মরদেহের সঙ্গে কিছু পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
ফরিদপুরের ভাঙ্গায় ফ্লাইওভারের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ঢাকা-মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের আতাদী ফ্লাইওভারের নিচ থেকে সোমবার সকালে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হানিফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে পথচারীরা ফ্লাইওভারের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‘তার বয়স আনুমানিক ২৩ বছর। পরিচয় শনাক্ত করার মতো মরদেহের সঙ্গে কিছু পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’