রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসার সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে রিজন খান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই রাজ খান বলেন, ‘গত ডিসেম্বরে আমি ওদের গ্রামের বাড়ি জয়পুরহাট থেকে তাকে সঙ্গে করে নিয়ে আসি। আমার সঙ্গেই বনশ্রীতে মেসে থাকত। দুপুরের দিকে আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যায় সে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আল-রাজী হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।’
তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইল গ্রামে। ছয় ভাইয়ের মধ্যে রিজন সবার ছোট ছিলেন। রিজন জয়পুরহাটের একটি কলেজে পড়াশোনা করতেন। তবে চাকরির খোঁজে তিনি ঢাকায় এসেছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।