বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসচাপায় প্রাণ গেল ২ পথচারীর

  •    
  • ৯ মে, ২০২২ ১৭:৫৪

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, ‘বাসটি একটি মোটরসাইকেলের আরোহীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে রিপন ও রিন্টু নামে দুইজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন, তাকে আটকের চেষ্টা চলছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আটগ্রাম এলাকায় সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আটগ্রামের আব্দুল খালেকের ছেলে ৩০ বছর বয়সী রিন্টু ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে ৩২ বছরের রিপন। আহত ব্যক্তির নাম চৌধুরী মিয়া।

স্থানীয়দের বরাতে এসআই জানান, সেজুতি ট্রাভেলস পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। উপজেলার আটগ্রাম এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পথচারীদের চাপা দেয় বাসটি। এতে গুরুতর আহত রিন্টু, রিপন চৌধুরী মিয়াকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিপনের মৃত্যু হয়। অপরিদকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান রিন্টু। আহত চৌধুরী কুমিল্লা মেডিক্যালে চিকিৎসাধীন।

রিন্টুর চাচাতো ভাই নিজাম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘রিন্টু প্রবাসফেরত। সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। হঠাৎ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে যাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে (রিন্টু) ঢাকা মেডিক্যালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

উপপরিদর্শক কাউছার বলেন, ‘বাসটি একটি মোটরসাইকেলের আরোহীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে রিপন ও রিন্টু নামে দুইজনের মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন, তাকে আটকের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর