বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৈরী আবহাওয়া: বিমানের কক্সবাজার ফ্লাইট নামল চট্টগ্রামে

  •    
  • ৯ মে, ২০২২ ১৭:১০

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোস্তজা হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে আকাশে বাতাসের গতিবেগ বেশি থাকায় সেটি পৌনে ৫টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি আবারও কক্সবাজার ফিরবে।

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। আকাশে কয়েকবার চক্কর দেয়ার পর সেটি সোমবার বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোস্তজা হাসান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে আকাশে বাতাসের গতিবেগ বেশি থাকায় সেটি পৌন ৫টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি আবারও কক্সবাজার ফিরবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘ডিজিকিউ ৩৭ ফ্লাইটির ফিরতি সময় ছিল বিকেল ৫টা। তার পরিবর্তে এখন সেটি কক্সবাজার থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টার কিছু পর। এই বিলম্বের জন্য যাত্রীদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি।’

এ বিভাগের আরো খবর