বাগেরহাটের রামপালে এক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানান র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ।
এর আগে রামপালের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আবুল কালাম আজাদ, আসলাম শেখ, জনি শেখ, মারুফ বিল্লা, হাসান শেখ, রাসেল শেখ, হোসেন গাজী ও রাজু শেখ। তাদের সবার বাড়ি রামপালে।
র্যাব জানায়, ওই তরুণী মোংলায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন। ৮ মে সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বন্ধু হৃদয়ের সঙ্গে তার দেখা হয়।
বন্ধুর সঙ্গে চেয়ারম্যান মোড়ের দিকে হেঁটে যাওয়ার সময় স্থানীয় আবুল কালাম আজাদ, আসলাম শেখসহ আরও ৭-৮ জন তরুণীকে টেনেহিঁচড়ে একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে নিয়ে যান। হৃদয়কে তারা মারধর করে আটকে রাখেন। এর পর মেয়েটিকে ধর্ষণ করা হয়।
একপর্যায়ে তারা তরুণীকে ফেলে রেখে সটকে পড়েন। তরুণী ফোনে বিষয়টি তার মাকে জানায়। মেয়েটির অভিভাবক র্যাবকে বিষয়টি জানালে বাহিনী অভিযান শুরু করে। বজলুর রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে রামপাল থানায় দেয়া হবে।