রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, সকালে স্থানীয়রা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৩৮ বছর।
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশের ঝোপে এক নারীর মরদেহ পাওয়া গেছে।
রায়পুরা উপজেলার আমিরগঞ্জ করিমগঞ্জ এলাকায় সোমবার সকালে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে স্থানীয়রা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৩৮ বছর। তার মরদেহ থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।