বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালকবিহীন বাস কেড়ে নিল প্রাণ

  •    
  • ৮ মে, ২০২২ ২৩:৪৭

যাত্রীদের বরাত দিয়ে ওসি বলেন, ‘বাসের ইঞ্জিন অন রেখেই চালক নেমে যান প্রসাব করতে। এমন সময় বাসটি চলতে শুরু করে। যাত্রীরা চিৎকার করলেও চালক বা হেলপার গাড়িতে এসে নিয়ন্ত্রণ নেননি।’

ইঞ্জিন চালু রেখেই বাস থেকে নেমে যান চালক-হেলপার। কিছুক্ষণ পর বাসটি চলতে শুরু করে। সেটি গিয়ে ধাক্কা দেয় দুই যুবককে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ।

ঘটনাটি শনিবার রাতে ঘটলেও তা জানাজানি হয়েছে রোববার।

নিহত যুবকের নাম জিলানী মুন্সী। ১৮ বছরের জিলানীর বাড়ি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির মুন্সী জানান, ঘটনার সময় জিলানী বন্ধুর সঙ্গে বাসস্ট্যান্ডের পাশে একটি কাউন্টারের সামনে দাঁড়িয়ে চটপটি খাচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে বরিশালগামী এসপি পরিবহনের বিজয় নামের একটি বাস ওই বাসস্ট্যান্ডে দাঁড়ায়। চালক ও হেলপার বাস থেকে নেমে যান, ভেতরে ছিলেন কয়েকজন যাত্রী। হঠাৎ বাসটি চলতে শুরু করে। সেটি গিয়ে দুই বন্ধুকে ধাক্কা দিয়ে সামনের কাউন্টারে গিয়ে আঘাত করে থেমে যায়।

এলাকাবাসী ওই দুইজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জিলানীকে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন জিলানীর বন্ধু জয়নাল।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।

থেমে থাকা বাস কীভাবে চলতে শুরু করল? যাত্রীদের বরাত দিয়ে ওসি বলেন, ‘বাসের ইঞ্জিন অন রেখেই চালক নেমে যান প্রসাব করতে। এমন সময় বাসটি চলতে শুরু করে। যাত্রীরা চিৎকার করলেও চালক বা হেলপার গাড়িতে এসে নিয়ন্ত্রণ নেননি। কয়েক মিনিটের মধ্যেই বাসটি একটি দোকানে গিয়ে ধাক্কা দেয়।

‘ধারণা করা হচ্ছে গিয়ার ঠিকমতো পড়েনি, যার কারণে ইঞ্জিন অন থাকায় গাড়ি চলতে শুরু করে। গাড়ির সামনের দিকে কোনো যাত্রী ছিল না। মাঝামাঝিতে ৯ থেকে ১০ জন যাত্রী ছিলেন।’

এ বিভাগের আরো খবর