কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন রুবেল মিয়া। কিন্তু এই ক্যাম্প থেকে সবসময় পালানোর সুযোগ খুঁজতেন তিনি। একদিন সবজি বোঝাই একটি ট্রাকে সুযোগ বুঝে উঠে পড়েন। এরপর প্রথমে ঢাকা ও পরে চলে আসেন ময়মনসিংহে।
২২ বছর বয়সী রুবেল মিয়াকে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া হোসেন বাজার থেকে আটক করে পুলিশ। তার বাবা আব্দুর রহমান ও মা হালিমা খাতুন দুজনই মৃত।
রোববার বিকেলে রুবেলকে পুলিশ পাহারায় আবারও রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।
তিনি বলেন, ‘রুবেল রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য চেষ্টা করতে করতে ঈদের কয়েকদিন আগে চালকের অগোচরে একটি সবজিবোঝাই ট্রাকের পেছনে উঠে পড়ে। এই ট্রাক তাকে প্রথমে ঢাকায় নিয়ে আসে। পরে পরিচয় গোপন রেখে ঢাকা থেকে কাজের উদ্দেশে ময়মনসিংহে চলে আসে সে।’
ওসি জানান, শনিবার সন্ধ্যায় লাঙ্গলজোড়া হোসেন বাজারে ঘুরাফেরা করছিল রুবেল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পরে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে রুবেলকে থানায় নেয়া হয় এবং রোববার বিকেলে তাকে আবারও রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।